কেন্দুয়া প্রতিনিধি : 'মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এসো হে বৈশাখ এসো এসো---' শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আবহমান বাংলা ও বাঙালির বৈশাখী খাবার পরিবেশন করা হয় ।

এতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, শিল্পী মোঃ দিল বাহার খান, সুসেন রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রধান আকর্ষণ লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাবির চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা । সেবারই এ উৎসব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে । এরপর থেকে বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে এটি । ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই মঙ্গল শোভাযাত্রা ।