অনলাইন ডেস্ক : টিকটক ভিডিও বানাতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু ঘটেছে। নিহত কিশোরের নাম সোহাগ হোসেন (১২)। শনিবার বিকেলে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের তিস্তা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সোহাগ তার ফুফাতো বোনকে ও আরো কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে তিস্তা নদীতে গোসল করতে নামে। টিকটক ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করতে ছিল। গোসলের এক পর্যায়ে অন্যরা নিজেদের মত তীরে চলে এলেও সোহাগ নিখোঁজ হয়ে পড়ে। এরপর তার বন্ধুরা অনেক খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে রংপুরের ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যের আগে তার লাশ অভিভাবকদের হাতে হস্তান্তর করা হয়।