কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী 'কেন্দুয়া প্রেসক্লাবে রোটারিয়ান এম. নাজমুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ ও নববর্ষ পরবর্তী মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহসভাপতি, জিয়া মঞ্চের সহকারী সচিব, জেলা বিএনপি'র সাবেক উপদেষ্টা ও রোটারিয়ান এম. নাজমুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিলবাহার খান, সম্মানিত সদস্য আবু বকর ছিদ্দিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।