টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল জেলার নাগরপুরে ট্রাকচাপায় হাবিবুর রহমান হাবিব নামের এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মামুদনগর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওই ইউনিয়নের ভাতশালা গ্রামের আবদুল মজিদের ছেলে।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জাহিদ জানান, হাবিবুর রহমান সন্ধ্যায় মামুদনগর বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজারের ব্রিজের ওপর উঠলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত হন। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।