স্টাফ রিপোর্টার : ২ এপিবিএন পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান'র নির্দেশে, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স শাখা ১৬ এপ্রিল সকালে সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন বড়ুয়ার টেক (কালাঘাটা) বাজারস্থ ফ্রেন্ডস পোল্ট্রি এন্ড এগ সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শাহেদুল ইসলাম (৩০), পিতা-আব্দুল জালাল আহমদ এর হেফাজত হতে ০১ (এক) কেজি অবৈধ গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ গ্রেফতার করে। আসামীকে বান্দরবান সদর থানায় সোপর্দো করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে।