ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রুবেল(২৫) এর মৃত্যু হয়েছে। নিহত রুবেল গোয়ারী আমনআঁটি পাড়ার ফিরোজ আহম্মেদের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টায় আমনআঁটি পাড়ায় নিজ মাছের খামারে। ঘটনাটি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হোসাইন।

স্থানীয় সূত্রে জানাযায়, রুবেলের নিজ গ্রামে মাছের খামার রয়েছে। সেই খামারে পল্লী বিদ্যুতের সংযোগ ছিল, সোমাবার রাতে খামারের বিদ্যুতের তার ছিড়ে যায়। ঘটনার সময় সেই ছেঁড়া তার নিজেই জোড়া দিতে যায়। সঞ্চালিত লাইনে বিদ্যুৎ এর তার জোড়া দেয়া সময় সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ছিটকে গিয়ে পুকুরের পানিতে পড়ে। এ সময় আশপাশের লোকজন খোঁজ পেয়ে তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম রাফি জানান, মেহেদী হাসান রুবেল বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ছিল, সে তাঁর খামারের বিদ্যুৎএর লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেয়ার পথে মারাযায়।