জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলায় অটোরিকশা নিচে পড়ে আয়াত (৮) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নয়ানগর ইউনিয়নের মালঞ্চ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আয়াত মালঞ্চ দক্ষিণপাড়া এলাকার আমির হামজার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়াত বাবার সাথে মালঞ্চ বাজারে গিয়েছিল। এ সময় শিশু আয়াত জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পাড়াপাড়ের সময় একটি দ্রুতগামী অটোরিকশার সামনে পড়ে যায়। দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উল্টে গিয়ে শিশু আয়াতের ওপর পড়ে। এতে শিশু আয়াত গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা বা শিশুর মরাদেহ কিছুই পাইনি। ঘটনাস্থলেই রয়েছি। একটি অটোরিকশা নিচে পড়ে শিশু আয়াতের মৃত্যুর বিষয়টি জেনেছি।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’