রিয়াজ রহমান : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া তেলিকোনা চন্ডি ডহর সড়ক সংস্কারের অভাবে বেহাল দশায় পরিনিত হয়েছে। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে অএ এলাকার জনসাধারণ।

চন্ডি ডহর তেলিকোনা কামারখাল থেকে কলকলিয়া হয়ে উপজেলা সদর জগন্নাথপুর জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহর সিলেট যাওয়াতের একমাত্র এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন পথচারী, শিক্ষার্থী, রোগীসহ দুটি পাশ্ববর্তী উপজেলা দিরাই ও শান্তিগঞ্জের হাজারো মানুষ।

সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানা-খন্দে যেমন যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে তেমনি ভোগান্তিতে পড়তে হচ্ছে এ এলাকার জনসাধারণকে।

এই সড়ক দিয়ে প্রতিনিয়ত কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা, কান্দারগাঁও, নোয়াগাঁও, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, দরগাপাশা ও জগদল ইউনিয়নের পাইকাপন, হুসেনপুর, কামরিবীজ থেকে চন্ডিডহর হয়ে জগন্নাথপুর উপজেলা সদরে যাতায়াত করে হাজার হাজার মানুষ। বিগত বন্যায় রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। ভাঙা সরু রাস্তায় যানবাহন ভালোভাবে চলতে না পারায় ঘটছে দুর্ঘটনা সঙ্গে নষ্ট হচ্ছে যানবাহনও।

এলাকাবাসী গুরুত্বপূর্ণ এই সড়কটি জরুরী ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।