সিরাজুল ইসলাম আতশি : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ইটনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
বুধবার দুপুর ১ টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
বক্তব্য রাখেন ইটনা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল গণি, ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম প্রমূখ।
বক্তাগণ ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।