পিআইডি : ময়মনসিংহে '১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও মিডিয়ার গণমাধ্যম কর্মী।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলাম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের কিছুদিনের মাধ্যমে ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলেন, যা আমাদের মুক্তিযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। যার মাধ্যমে আমাদের চলমান মুক্তিযুদ্ধ একটি অনন্য মাত্রায় পৌঁছায়।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা বীর মুক্তিযোদ্ধাগণ এখানে আছেন, তাদের এই দিবস উপলক্ষে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আপনারা জানেন এই দিবসটি আমাদের মুক্তিযোদ্ধার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল।
বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বলেন, ১০ এপ্রিল সরকার গঠন এবং ১৭ এপ্রিল সরকার শপথ গ্রহণের পদক্ষেপটি ছিল তৎকালীন চলমান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার বার্তা। কারণ পাকিস্তানি সরকার তখন মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসাবে বিশ্ব দরবারে আত্মপ্রকাশ করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করার পর বিশ্বের কাছে একটি দেশ হিসেবে স্বীকৃতির যোগ্যতা লাভ করে।
আলোচনা সভায় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির বলেন,মুজিবনগরের সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বীকৃতি লাভের জন্য মুজিবনগর গঠন ছিল অন্যতম পদক্ষেপ। যা আমাদের মুক্তিযুদ্ধের গতিকে আরো ত্বরান্বিত করেছে।
সভায় মুক্তিযোদ্ধাগণ তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে এ দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।