ভালুকা প্রতিনিধি : ভালুকায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদ্যাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীনূর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডঃ শওকত আলী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান।

এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।