ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে ৪০টি স্টল স্থাপন করে। এ সব স্টলে উপজেলার প্রান্তিক খামারি তাদের খামারের লালন করা প্রাণি প্রদর্শন করেন। প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এম,পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আ’লীগের সভাপতি অ্যাভোকেট শওকত আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মোহাম্মদ মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা ও উপজেলা মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার।