ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার সভাপতিত্বে ”প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ স্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল ঝিনাইগাতীর বাস্তবায়নে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেবা সপ্তাহ উপলক্ষে মেলায় ৩৮টি স্টল স্থান পায়।

স্টলে উন্নত জাতের মোড়ক, মুরগি, গরু,ছাগল, ভেড়া, টারকি, কবুতর, খোরগোশ সহ পশু পাখি ও চিকিৎসার ঔষধ ও কারুকলামের যন্তপাতির স্টল স্থান পায়। স্টল গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য অতিথিরা পরিদর্শন শেষে স্টলে স্থান পাওয়া উন্নত জাতের পশু পাখি দেখে অতিথিরা সন্তষ্টি প্রকাশ করেন। পরে উপজেলার সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি প্রাণিসম্পদ অফিসার (লি,প্রি,জার)পি,এস,ডি ডক্টর রাশেদুল ইসলাম,মূখ্য আলোচক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার সহ আরো অনেকেই । সেবা সপ্তাহ ও প্রদর্শনী সহযোগিতা করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) পাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় । আলোচনা শেষে স্টলে স্থান পাওয়া বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।