ফুলপুর প্রতিনিধি: প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার প্রিয়াঙ্কা পোদ্দার।

স্বাগত বক্তব্য দেন, ডাক্তার আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে আরো সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন, ওসমান গনি প্রমুখ।

প্রদর্শনীতে গরু, মহিশ, ছাগল, পাঠা, ভেড়া, ঘোড়া, মুরগী, হাঁস, টিয়া, খরগোশ, বিড়াল, কবুতর, ডায়ুকসহ বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শিত হয়। বিভিন্ন খামারীরা প্রদর্শনীতে অংশ গ্রহণ করে প্রদর্শনীর শ্রীবৃদ্ধি করে

অনুষ্ঠান শেষে খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক পুরস্কার দেওয়া হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফিড ব্যবসায়ী, খামারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।