ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় সম্মিলিত উলামা পরিষদ ধোবাউড়া এর উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামগণের সাথে মতবিনিময় সভা করেন সাংসদ মাহমুদুল হক সায়েম। বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া দারুলউলুম মাদ্রাসা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার সাহেব এর সভাপতিত্বে মুফতি জাবের আহমেদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া - হালুয়াঘাট) আসনের সাংসদ মাহমুদুল হক সায়েম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মজলিসে সুরার সদস্য মাওলানা মুক্তার উদ্দিন , মাওলানা আশরাফ আলী , মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত উসমান, মোস্তফা কামাল হোসেন খান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আফতাব উদ্দিন বাবুল প্রমুখ। অনুষ্ঠান শেষে সম্মিলিত উলামা পরিষদের পক্ষ থেকে সাংসদ মাহমুদুল হক সায়েমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।