তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় ২ লক্ষ টাকার মাছ নিধনের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে উপজেলার বিসকা ইউনিয়নে কুঠুরাগাও গ্রামের মো: সাখাওয়াত হোসেন গং সাথে নাছির উদ্দিন গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে বিবাদী জুহুরা খাতুন বিজ্ঞ আদালতে ৩১৬/২৩ ধারা মামলা দায়ের বরেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার শান্তিশৃঙ্খলা স্থীতিশীল রাখার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী মো: সাখাওয়াত হোসেন গংরা স্ব স্ব অবস্থানে অবস্থান করেন। কিন্তু বিবাদী নাছির উদ্দিন গংরা উশৃঙ্খল হওয়ায় আমাদের ফিসারর মাছ পরিচর্যা করতে না পারায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে মো: সাখাওয়াত হোসেন জানান, উক্ত ফিসারর মাছ পরিকল্পিত ভাবে নাছির উদ্দিন গংরা নিধন করেছে। এ ছাড়াও আদালতের শান্তি উশৃঙ্খলা নির্দেশ থাকলেও তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হুমকি প্রদান করে যাচ্ছে। এমন অবস্থায় আমার পরিবারের লোকজন আতংকের মধ্যে রয়েছে

তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো: ওয়াজেদ আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তধীন রয়েছে।