নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার খালিয়াজুরীতে নদীতে ডুবে আঠারো মাস বয়সী তুষার সরকার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০দিকে নগর ইউনিয়নের বাঘাটিয়া বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি বাঘাটিয়া গ্রামের সুজিত সরকারের ছেলে তুষার সরকার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় শিশুটির মা কাপড় ধুতে নদীতে গেলে তার পেছনে তুষারও নদীতে যায়। কাপড় ধোয়া শেষে বাড়িতে চলে আসে মা। কিছুক্ষণ পর তুষারকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনকে জানায়। অনেক খোজাখুঁজির পর নদীর ঘাটে গিয়ে পানিতে ভাসতে দেখে যায় শিশুকে। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।