সিরাজুল ইসলাম আতশি : কিশোরগঞ্জ জেলার মধ্যে ইটনা উপজেলাটি অন্যতম।

গত ফেব্রুয়ারী মাসের ৩য় সপ্তাহ থেকে অদ্যবধি পর্যন্ত ইটনা উপজেলা নির্বাহী অফিসার এর পদটি শূন্য পড়ে থাকা ইটনা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার মোঃ নাহিদ হোসেন উপজেলা নির্বাহী অফিসার এর দায়িত্ব পালন করে আসছে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাউকে নিয়োগ দেয়া হয়নি।

ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী শওকত হোসেন মীর জালাল বলেন, আগামী ২৯শে মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষনা হয়েছে। খুব শীঘ্রই নির্বাহী অফিসার দেওয়ার জন্য কর্তৃক পক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো বলেন, উপজেলা নির্বাহী অফিসার না থাকায় জনগণের দুর্ভোগ বাড়ছে। দ্রুত ইটনা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি রাখছে এলাকার সচেতন মহল।