আরিফ আহম্মেদ : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বীতা করতে ময়মনসিংহের গৌরীপুরে মনোনয়ন দাখিলের শেষদিন রবিবার বিকাল ৪টা পর্যন্ত ১৫ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তমধ্যে চার জন চেয়ারম্যান, চারজন ভাইস চেয়ারম্যান ও সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

গৌরীপুর নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ মাহবুবুর রহমান শাহীন, হারুন অর রশিদ পবিত্র ও মোঃ জহিরুল হুদা লিটন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর পৌরসভায় তিনবারের নির্বাচিত মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার, উপজেলা ছাত্র লীগের সাবেক নেত্রী পরশ মনি, নিলুফার ইয়াসমিন, তাসলিমা, মোছা: ফেরদৌসী নাসরিন, মোসা: নুরজাহান বেগম নাজমা।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া জানান- উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৪০ জন ও পুরুষ ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।