ময়মনসিংহের ভালুকা পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূমের স্ত্রী জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নাইয়েম) পরিচালক (তথ্য ও গভেষণা) রোকসানা বিলকিছ শিল্পী (৫৮) মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি -----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, কানাডা প্রবাসী এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১০ এপ্রিল সকালে রোকসানা বিলকিছ শিল্পি মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে তাকে জরুরীভাবে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি ওই হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জহোর ঢাকার মোহাম্মদপুরে প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব ভালুকা উপজেলার মেদিলা মুসাফির মুঞ্জিল দাখিল মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমার লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।