মোহনগঞ্জ সংবাদদাতা : মেয়ের বাড়ি থেকে গরু কেনার জন্য টাকা নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে নাজমা আক্তার নামে এক নারী। পথে চার ব্যক্তি তার হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই চারজনের দুইজন তার সহোদর ভাই অপর দুইজন সৎ ভাই। নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে টেংগাপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাজমা আক্তার উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হাছলা গ্রামের মৃত নবাব মিয়ার মেয়ে। আর অভিযুক্তরা হলেন, মৃত নবাব মিয়ার ছেলে শফিক মিয়া (৩৫), আনিছুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (৩৮) ও বাবু মিয়া (৩৭)।

অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমা মঙ্গলবার নেত্রকোনা শহরে তার মেয়ের কাছ থেকে গরু কেনার দুই লাখ টাকা নেন। এসময় তার ছেলে ও ওই চার ভাই সাথে ছিল। টাকা নিয়ে সন্ধ্যায় বাসে করে মোহনগঞ্জের উদ্দেশ্য রওনা করেন নাজমা। রাত পৌনে ৮টার দিকে মোহনগঞ্জ পৌরশহরে নেমে অটোরিকশাতে ওঠার সময় নাজমার হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ওই চার ভাই। এসময় ব্যাগে থাকা সোনার চেইনও নিয়ে যায়। এসময় মাকে বাঁচাতে গেলে মুশফিকুজ্জামান ইফাতকেও কিল ঘুষি দিয়ে আহত করে চলে যান ওই চারজন। পরে স্থানীয়রা নাজমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নাজমার ছেলে মুশফিকুজ্জামান ইফাত বাদী হয়ে তার চার মামার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।