অনলাইন ডেস্ক : দেশে কোথাও কোথাও অতি তীব্র তাপদাহ বইছে। সূর্যের তাপ এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, আগুন ছাড়াই ডিম ভাজা সম্ভব হচ্ছে।

সূর্যের তাপে ডিম ভেজে এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মো. কামরুল ইসলাম বিপ্লব নামে এক ব্যবসায়ী। কামরুল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের সোনপুর গ্রামের শফি উদ্দিনের ছেলে।

শনিবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সূর্যের তাপে ডিম ভাজার ভিডিওটি ভাইরাল হয়। তবে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের সোনপুর গ্রামে ডিম ভাজার এ ঘটনা ঘটে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, প্রচন্ড গরমে কামরুল তার বাড়ির ছাদে একটি তাওয়া এবং ডিম নিয়ে ওঠেন। গরম ছাদে তাওয়া রেখে ডিম ভেঙে তাওয়ায় দেন। কয়েক মিনিট ধরতেই ডিমটি 'ডিম পোচ' হয়ে যায়।

কামরুল ইসলাম বলেন, তীব্র তাপদহ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে ইউটিউবে এ জাতীয় কিছু ভিডিও দেখি। তখন থেকেই আসলে কৌতূহল জাগে এটা কি করে সম্ভব? আদৌ কি সূর্যের তাপে এটা সম্ভব? কতটুকু সত্যতা মেলে তা যাচাই করতে গিয়েই আমার এই পরীক্ষা। তাতে দেখলাম, আসলেই ডিম পোচ হয়ে গেল। এতে আমার সময় লেগেছে প্রায় ৬ থেকে ৭ মিনিট।