অনলাইন ডেস্ক : নেত্রকোনায় বৃষ্টির আশায় কোটি টাকার কাবিনে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় আটপাড়া উপজেলার বাঁশাটি খানসাব বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়।

মানুষের বিয়ের আয়োজনের মতোই ঘটা করে ব্যাঙের বিয়ে দেন আয়োজকরা। ছিল অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা। ব্যতিক্রমী এ বিয়ে দেখতে জড়ো হন অনেকে। দিনভর নানা আয়োজন শেষে সন্ধ্যায় কলাগাছের মণ্ডপ করে ঘটা করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে প্রসঙ্গে আয়োজক এম আর খান মামুন বলেন, প্রাচীন ধারণা থেকেই আমরা এ আয়োজন করেছি। আগের দিনের মানুষজন এমন রীতিতে বিশ্বাস করতেন।

আটপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী বলেন, আটপাড়া উপজেলার বাশাঁটি গ্রামে কমিউনিটি সেন্টারে ঘটা করে ব্যাঙের বিয়ে আয়োজন করা হয়েছে। আমার চাচা শ্বশুর এ বিয়ের আয়োজন করেছেন।

তিনি আরও বলেন, ঘটক এনে কোটি টাকার কাবিনে বিয়ে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই আমরা আকাশে বৃষ্টির দেখাও পেয়েছি।