ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বিগত কয়েক বছর যাবৎ হার্টের সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরত আসেন। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ এশা নগরীর বড় মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কালিবাড়ি কবরস্থানে দাফন করা হবে।

ফারুক হাসান বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম পরিষদের ৮ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর। তিনি ৮ নং ওয়ার্ড থেকে গত ৯ মার্চের নির্বাচনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এদিকে কাউন্সিলর মৃত্যুতে সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।