স্টাফ রিপোর্টার : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন), মুক্তাগাছা, ময়মনসিংহ, পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান'র নির্দেশে ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স শাখা গত ১৫ মে বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে দুপুর ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুয়ালক বাজার এলাকা হতে মোঃ শফিউল আলম ফয়সাল (২৩) কে একটি নাম্বার বিহীন সিএনজিসহ ৭০ (সত্তর) লিটার দেশীয় চোলাই মদ আটক করে। ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।