হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া গ্রামের ফজিলাতুন্নেছা কাওমী মহিলা মাদ্রাসার নাহ্ বেমি (ষষ্ঠ শ্রেণি) পড়ুয়া ১৩ বছরের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর গাফফার (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ঐ শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মো. আব্দুর গাফফার সূর্যপুর এলাকার হাফেজ আমিনুল ইসলামের পুত্র।

ভোক্তভোগী ঐ ছাত্রীর দাদা আলমগীর হোসেন বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা করেন। মামলা নং ১৭। অভিযোগ পাওয়ার পর রাতেই থানা পুলিশ ঐ প্রধান শিক্ষককে আটক করেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি মাসের ৯ মে সকাল ৮টার দিকে ঐ ছাত্রী মাদ্রসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮ টার দিকে ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর গাফফার ঐ ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাদ্রাসার থেকে তাকে নিয়ে বের হয়।

মাদ্রাসার সামনে আসতেই ঐ ছাত্রীর স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং বিভিন্ন বাজে ও কু-প্রস্তাব দেয় ও জোর জবরদস্তি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ঐ ছাত্রী বিষয়টি বাড়িতে এসে তার অভিবাবকদের জানায়। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করেও কোন ফলাফল না আসায় ঐ ছাত্রীর দাদা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হালুয়াঘাট থানার ওসি মো. মাহাবুবুল হক বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা ঐ শিক্ষককে আটক করেছি। ভোক্তভোগী ছাত্রীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।