মো. আবুল কালাম আজাদ : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. স্নিগ্ধা রায় ১৭ মে শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক মেয়ে রেখে গেছেন। ড. স্নিগ্ধা রায় এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি একইসাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকাহত বিনা'র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম শোকবার্তায় জানিয়েছেন, ড. স্নিগ্ধা রায় ১৯৯৪ সালে বিনা'য় উদ্ভিদ প্রজনন বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি আরও বলেন, আমিও একই সময় একইসাথে একই বিভাগে যোগদান করি। ড. রায় মেধাবী একজন ব্রিডার ছিলেন। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিএআরডিএ এর প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। তিনি মসুর, মাষ ও খেসারির বেশকিছু উল্লেখযোগ্য জাত উদ্ভাবন করেছেন। ক্ষণজন্মা এই কৃতি বিজ্ঞনীর কোন মৃত্যু নেই। সরকার, বিনা পরিবার ও এদেশের কৃষক তার এই অসামান্য অবদান সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। ড. স্নিগ্ধার অবসরপ্রাপ্ত স্বামী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তাকে বিদেশে চিকিৎসাসহ সবসময় তার পাশে ছিলেন। তার মেয়ে মনিষা রায় (কথা) কানাডা থেকে গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে রিসার্চ এসোসিয়েট হিসেবে কাজ করছেন। শোক বার্তায় ড. মির্জা মোফাজ্জল ইসলাম তার আত্মার শান্তি কামনা করে বলেন, ড. স্নিগ্ধা রায় মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার হয়! আমি অন্তর থেকে প্রার্থনা করি তার বিদেহী আত্মা শান্তিতে থাকুক।