ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপরের সময় অজ্ঞাত গাড়ি চাপায় জুয়েল রানা (৩০) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ মে) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর উত্তর বাজার আবু তালেবের ডেকোরেটর দোকানের সামনে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, ভোরে ফজরের নামাজ শেষে জুয়েল রানা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারাযান। নিহত জুয়েল রানা পাশের গফরগাঁও উপজেলার উত্তর ছিপান গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় শারমির গ্রুপের শ্রমিক ছিলেন। নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।