নিজস্ব প্রতিবেদক: শেরপৃরের নকলায় ব্যাটারিচালীত ইজিবাইকের ধাক্কায় ফাতেমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গড়েরগাও মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত ওহেদ আলীর স্ত্রী।
স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, উপজেলার ধনাকুশা থেকে ব্যাটারিচালীত ইজিবাইক নকলা আসার পথে নকলা-নালিতাবাড়ির আঞ্চলিক সড়কের গড়েরগাও মোড়ে পথচারী ফাতেমা খাতুনকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ফাতেমা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ফাতেমার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধে সে মারাযায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, ব্যাটারিচালীত ইজিবাইকের ধাক্কায় আহত বৃদ্ধা ফাতেমা খাতুনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়। এ ঘটনায় ইজিবাইকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।