নিজস্ব সংবাদদাতা: আগামী ৩০ মে ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নগরীর ৩৩টি ওয়ার্ডে দোয়া মাহফিল করবে মহানগর বিএনপি। এতে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।
সোমবার (২০ মে) সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে এই প্রয়াত নেতার শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষনা করা হয় বলে জানান তিনি।
সভায় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এম.এ হান্নান খান, ফারজানা রহমান হুসনা, একেএম মাহাবুবুল আলম, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, শামীম আজাদ, কায়কোবাদ মামুন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভূইয়া, রতন আকন্দ, যুবদলের বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল আলম শামীম’সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আরও বলেন, দিবসটিতে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনিমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে দিনভর নগরীর ৩৩টি ওয়ার্ডে এই মহান নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে দুস্থ-অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হবে।