নিজস্ব প্রতিনিধি:মঙ্গলবার দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলা পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে ।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এই তিন উপজেলায় ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১০৩টি কেন্দ্রের ৮৯৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সদরে মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৪৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৩৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ৫৪৫ জন এবং হিজড়া ভোটার রয়েছে ১ জন।

এই উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়নের ১১৮টি কেন্দ্রের ৯১৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩৯৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪৪ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২ জন।

এই উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নের ৯৫টি কেন্দ্রের ৭৩৩টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৫৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯ জন।

এই উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থীর পক্ষের লোকজন কেন্দ্রসহ আশপাশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দমন করবে। তবে আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।