=এম টি আই সুরুজ =
ফুল ফোটে ঝরে গেল মুক্ত মনি, যে ফুল ফুটেছিল আপনি
তা ঝরে গেল, কি দোষ ছিল বলে।
ফুল যে আপনি ফোটে, তুমি ভুলোনা আমায়
মনে রেখো ওগো প্রিয়তমা, তুমি মনে রেখো তারে
যে স্মৃতি কাঁদায় বারে বারে,
ভুলতে যে পারিনা আমি, মনে পড়ে দিবসে
যে প্রেমে ভরিয়ে দিলে, এ জীবন
ভুলতে আমার স্মৃতি খুজে নিও
কি করে ভুলি অতীতের দিনগুলি
তুমি ভুলে গিয়ে সুখে আছ সাথী নিয়ে
মিলনো নিশি পোহানো প্রিয়া, আসিলেনা তুব ফিরে
মিলনো নিশি পোহালো একা, আসিলেনা মোর প্রিয় ফিরে
প্রভাত আলোতে ভরিল নয়ন, তিমির কেন গো হৃদয় জুড়ে
বলেছিলে প্রিয় তুমি আসিবে মোর শয়নে
বলেছিলে প্রিয় তুমি আসিবে ভরা জোছনায়
হৃদয় ভরাবে মোর মধুর মিলন মোহনায়
তোমার আশায় জাগে, মোর বুকে বাজে ঘুরে ঘুরে
নয়নে নয়ন রাখি কত কথা আছে বাকি, বলা তো হলনা আমার
কখন তুমি প্রিয় ফিরে আসবে আবার, আমার ধ্যানের
জীবনে যাহারে ফিরায়ে দিয়াছ, বরণ করিও তারে মরনেরি পরে
জীবনে যারে ফিরায়ে দিয়াছ অবহেলা অনাদরে
চলে গেলে তারে কারিও বারণ, তাকিয়ো গো চুপিসারে
ফিরায়েচো যারে ভিখারির মতো, খালি হাতে যারে।
(সরকারি কবি নজরুল কলেজ ত্রিশাল।
০১ মে ২০২৪)