নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া নারী ও দুই শিশুর মরদেহের পরিচয় মিলেছে। তারা হলেন- মা আমেনা বেগম (৩০) এবং তাঁর দুই ছেলে আবু বক্কর (৪) ও আনাস (২)।

মঙ্গলবার (২১ মে) রাত ১০টায় ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর এতথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রাতেই আমেনা খাতুনের মা হাসিনা খাতুন বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আমেনা খাতুন উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল খালেকের মেয়ে।

জানা যায়, ছয় বছর আগে আমেনার সঙ্গে আপন মামাতো ভাই আলী হোসেনের বিয়ে হয়। আলী হোসেন উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আবদুল হামিদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, আমেনার স্বামী আলী হোসেন বখাটে স্বভাবের। তিনি কোনো কর্ম করেন না। স্ত্রী আমেনা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। সম্প্রতি আলী হোসেন স্ত্রী আমেনার কাছে টাকা চেয়েছিল। কিন্তু আমেনা টাকা দিতে অস্বীকার করায় তিনি মনে মনে ক্ষুব্ধ হন। এই ক্ষোভে সপ্তাহখানেক আগে স্ত্রী আমানাকে ঢাকায় কাজে নেওয়ার কথা বলে দুই ছেলেসহ বাড়ি থেকে বেরিয়ে যান আলী হোসেন। এরপর থেকে আলী হোসেন ও আমেনার ফোন বন্ধ ছিল।

ধারণা করা হচ্ছে- ঢাকায় নেওয়ার কথা বলে আলী হোসেন তার স্ত্রী-সন্তানদের হত্যা করে বাড়ি পাশে নির্জন স্থানে মাটির গর্তে পুঁতে রাখেন।

ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর বলেন, ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার (২১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি নির্জন স্থানে শিয়ালের টানাহেঁচড়ায় এক নারী ও দুই শিশুকে মাটি খুড়ে পুঁতে রাখার ঘটনার সন্ধান পায় এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।