নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে মসজিদ থেকে ফেরার পথে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আলতাব আলী (৬৫) নামে এক কৃষক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার তাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাসেল ও মল্লিক নামে দুই ব্যক্তির মধ্যে পূর্বশত্রুতার জেরে কথা-কাটাকাটি ও হাতাহাতি চলছিল। এ সময় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। তিনি হাতাহাতির ঘটনা দেখতে পেয়ে তা থামাতে এগিয়ে যান।

এতে একপক্ষের (রাসেল) লোকজন ক্ষিপ্ত হয়ে আলতাফ আলীসহ দুজনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’