ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় শিয়ালকে ধাওয়া করতে গিয়ে স্কুল ছাত্রী সুবর্ণা আক্তার (১৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার(২২) সকালে উপজেলার উথুরা ইউনিয়নের মরচি গ্রামে। নিহত ছাত্রী ওই গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানাযায়,সকাল ৮টার দিকে নিজবাড়িতে শিয়াল সুবর্ণাদের একটি মুরগীকে ধাওয়া করে। এ সময় সুবর্ণা ও তার বড় বোন খোদেজা আক্তার শিয়ালের পেছনে ধাওয়া করে। ক্ষেতের আইল দিয়ে দৌড়ে যাওয়ার সময় হোচট খেয়ে পড়ে ঘটনাস্থলেই সুবর্ণা আক্তারের মৃত্যু হয়। সুবর্ণা পাশর্^বর্তী ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। সুবর্ণার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।

সুর্বণার বড় ভাই কবীর হোসেন বলেন, সকালে তাদের মুরগী শিয়ালে নিয়ে যাওয়ার সময় পিছনে দৌড় দেয় দুই বোন। কিছুটা দৌড়ের পর দাঁড়ানো অবস্থা থেকে ঢলে পড়ে ঘটনাস্থলেই সুবর্ণা মারা যায়।

কাতলামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মোঠো ফোনে বলেন, মরচি গ্রামের খলিলুর রহমানের মেয়ে সুবর্ণা আক্তার তাঁর বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। শিয়াল তাড়াতে গিয়ে এই মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করছেন। বাদ আসর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।