শেরপুর প্রতিনিধি : শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ওই প্রশিক্ষণ ও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মানিক দত্ত।

উদ্বোধনকালে জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, দাবা উপ-কমিটির সদস্য তৌহিদুর রহমান পাপ্পুসহ স্থানীয় সাংবাদিক ও দাবারুরা উপস্থিত ছিলেন।