আঃ হামিদ : টাঙ্গাইলের মধুপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) মধুপুর উপজেলায় শিক্ষক সুপার ভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৩ মে) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক আহসান হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আলমগীর প্রমুখ।

সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত ৭০ টি উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।