গোলাম রব্বানী টিটু: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়াকে অফির্সাস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সাহার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তুফা কামালের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার মাত্র ৭ মাস দায়িত্ব পালনে কাজের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ বছির আহামেদ বাদল, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে আশরাফুল ইসলাম পলাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ দুদু প্রমুখ।

বিদায় সংবর্ধনায় উপজেলার অফিসার্স ক্লাবের সদস্য ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও চেয়ারম্যানগণ বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।