হালুয়াঘাট প্রতিনিধি : হালুয়াঘাটে তামাক সেবন ও এ জাতীয় পদার্থের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে জর্দা, গুল, বিড়ি, সিগারেট, ধূমপান, গাঁজা, তামাক সেবন ও নেশা জাতীয় পদার্থের অপকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আলোচনা করেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত।
এ সময় বক্তারা বলেন, তামাক ব্যবহারজনিত মৃত্যু রোধ ও ক্ষয়-ক্ষতি কমাতে হলে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের কোনও বিকল্প নেই। বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন, হাতেম আলী, আব্দুল হক লিটন, মাজহারুল ইসলাম মিশু, জুলফিকার আলী জুলমত, সাইদুর রহমান রাজু, রফিকুল্লাহ চৌধুরী মানিক, ঝুটন চন্দ্র ঘোষ, দেওয়ান নাঈম, আব্দুল খালেক, দুলাল রায়, এম এ মালেক, ওমর ফারুক আকাশ প্রমূখ।