নিজস্ব প্রতিনিধি : ময়না পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাতুল (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাতুল ফুলপুর পৌরসভার চরপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। রাতুল দিউ গ্রামের মামার বাড়িতে থেকে সানবীম ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, বিদ্যুতের খুটিতে পাখি বাসা বাঁধে। সকালে রাতুল ওই বাসা থেকে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাই বোল্টের তারে হাত দেওয়ায় সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্রে ছিটকে পড়ে। শরীর অধিকাংশ পুড়ে যায়। চেহারায় বীভৎস রূপ ধারণ করে এবং ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, দূর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাতুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত স্কুল ছাত্রের লাশ সকল আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।