নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় আফরিন পারভীন (২৭) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত আফরিন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দামগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

শুক্রবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রুকনাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালক, যাত্রীসহ আহত হয়েছেন আরও ৭ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফরিন পারভীন উপজেলার কলতাপাড়া বাজারের ডেলটা স্পিনার্স মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে আফরিনসহ আরও ৬ জন নারী শ্রমিক কাজে যোগ দেওয়ার জন্য ইজিবাইকে চড়ে কর্মস্থলে আসছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রুকনাকান্দা এলাকায় আসতেই ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে থেকে ধাক্কা দেয়।

ইজিবাইকের সামনের বাম পাশে বসা আফরিন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও আহত হন চালক রাহাত মিয়া, সাদিয়া আক্তার, ঝর্ণা আক্তার, নাসিমা খাতুন, শিরিনা আক্তার, মোসা. রহিমা ও শাকিবা আক্তার। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।