নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে উপজেলা নির্বাচনে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে আগামী ২৭মে বিকাল ৫টার মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং রির্টানিং অফিসার মাহফুজুল আলম মাসুম এর দপ্তরে স্বশীরে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। কারণ দর্শানোর সঠিক জবাব দিতে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিলের জন্য নির্বাচন কমিশন বরাবর পত্র প্রেরণ করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে ভালুকা উপজেলায় আনারস প্রতীকের চেযারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম ও নান্দাইল উপজেলায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামকে ২৬ মে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও রির্টানিং অফিসার মাহফুজুল আলম মাসুম।