ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর দুই গাড়ি চালককে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান ওই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিনের (মোটর সাইকেল) নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িচালক স্বপন মিয়া ও অপর চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান পিন্টুর (টেলিফোন) নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িচালক নুরুল ইসলাম মনিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান বলেন, প্রার্থীর নির্বাচনী আচরণ বিধিমালা, ২০১৬ এর ৮ এর ৮ ধারা লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর দুই গাড়িচালককে ১৫ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।