নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয় উম্মুল বানিন।

এ সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, জেলা পরিষদের সদস্য মো. সানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্রো, শিক্ষক শিপন মিয়া ও সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।