নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক হিসেবে সদ্য যোগদান করেছেন ড. মো. আবুল কালাম আজাদ। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-২ অধিশাখা এর উপসচিব তাহমিনা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে ড. মো. আবুল কালাম আজাদ বিনা'র মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ড. আজাদ এর আগে একই প্রতিষ্ঠানের প্রশাসন ও সাপোর্ট সার্ভিস এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. আজাদ ১৯৯৪ সালে বিনায় উদ্ভিদ প্রজনন বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় তিনি মিউটেশন ও আধুনিক উদ্ভিদ প্রজনন পদ্ধতি ব্যবহার করে ধান, পাট, গম, চীনাবাদাম, পেঁয়াজ ও তুলার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন তথা উন্নত গুনাগুণ সম্পন্ন যেমন লবণ সহিঞ্চু, খরা, উচ্চ ও নিম্ন তাপমাত্রা সহিঞ্চু জিংক, আয়রন ও অধিক প্রোটিন সমৃদ্ধ জাত উদ্ভাবন করেছেন। তিনি প্রশাসন ও সাপোর্ট সার্ভিস এর পরিচালক হিসেবে বিনা'র নিয়োগ ও পদন্নোতি কমিটির সভাপতি, সদস্য সচিব, ব্যবস্থাপনা বোর্ডের সদস্য সচিব ও টেণ্ডার ইভালুয়েশন কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত থেকেছেন।
একইসাথে তিনি অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরিতে পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
মহাপরিচালক হিসেবে যোগদানে বিনা'র সকল বিভাগের নির্বাহী, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীগণ অভিনন্দন জানিয়েছেন। বিনা চত্বরে স্থাপিত বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি এর বিনা শাখার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ মহাপরিচালক হিসেবে সদ্য পদায়িত ড. মো. আবুল কালাম আজাদকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়েছে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মনে করে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির জানকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অন্যতম অনুষঙ্গ অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। ইতোমধ্যে সোনালী ব্যাংকের বিনা শাখাটি সেবার মান উন্নতকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ময়মনসিংহ জেলা ও বিভাগীয় পর্যায়ে বিনা শাখাটিকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মডেল শাখা হিসেবে নির্বাচন করেছে। চলতি মাসেই শাখাটিকে মডেল শাখা হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করবে এবং উদ্বোধনক্ষণে ময়মনসিংহ প্রান্তে বিনা'র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মর্মে শাখা ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।