ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ধোবাউড়া সদর রি-ইউনিটি ফুটবল প্রিমিয়ারলীগ সিজন-৪ এর ফাইনাল খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে ধোবাউড়া বাজার মৎস্য ব্যাবসায়ী একাদশ।

শনিবার বিকেলে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফারুক একাদশ বনাম ধোবাউড়া বাজার মৎস্য ব্যাবসায়ী একাদশের মধ্যকার ফাইনাল খেলাটি প্রধান অতিথি হিসেবে ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সাংসদ মাহমুদুল হক সায়েম উদ্বোধন করেন। পরে নির্ধারিত সময়ে উত্তেজনা মুখর খেলা শেষে ফলাফল ০১-০১ গোলে ড্র থাকায়।

ট্রাইবেকারের মাধ্যমে ৩-১ গোলের ব্যবধানে মৎস্য ব্যাবসায়ী একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল, ধোবাউড়া সদর রি-ইউনিটি ফুটবল প্রিমিয়ারলীগের সভাপতি মোঃ ফয়জুর ফকির, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ শিমুল, সহ-সভাপতি আজিজুল হক সহ ধোবাউড়া সদর রি-ইউনিটি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।