কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিপন মিয়া (২৩) নামের এক বখাটেকে ২২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলার কেশেরা এলাকায় এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত শিপন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী (নাম ও ঠিকানা প্রকাশ করা হয়নি) নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে বখাটে শিপন মিয়া ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা বলে। একপর্যায়ে তার হাত ধরে টানাহেঁচড়া শুরু করে। তখন ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই বখাটেকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে পুলিশসহ হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।