মুক্তাগাছা প্রতিনিধি : মুক্তাগাছা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষি মেলা-২৪ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নেতৃত্বে এক বনাট্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃবিবিদ মাহমুদা হাসান অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার প্রীতিষ চন্দ্র পাল। পরে ৫শত ৫০জন কৃষাণ কৃষাণীদের মাঝে ৫ কেজি করে উন্নত ফলনশীল ধানবীজ ও সার বিতরণ করা হয়।