নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক'।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস এর আয়োজন করে। ভূমিসেবা সপ্তাহ গত ৮ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ জন পর্যন্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, পৌরমেয়র লতিফুর রহমান রতন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ওসি মো. দেলোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক তালুকদার, সাংবাদিক শ্যামল চৌধুরী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দসহ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এক সময় ভূমি অফিসে গিয়ে মানুষ হয়রানির শিকার হতেন। এই অবস্থা এখন আর নেই। সময় বদলেছে, দেশ এখন ডিজিটাল। সময়ের সাথে ভূমি সেবাও এখন ডিজিটাল হয়েগেছে। ফলে ঘরে বসে বা যেকোন প্রান্ত থেকে জমির খাজনা ও খারিজ আবেদন করা যায়। সবসেবা অনলাইন হওয়ায় নির্দিষ্ট সময়ে নাগরিকরা সেবা পান হয়রানি ছাড়াই। সভা সঞ্চালনা করেন বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আ. ছামাদ।