ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার বিকালে উপজেলার হল রুমে ময়মনসিংহর বন বিভাগের আওতায় রাংটিয়া রেজ্ঞ কার্যালয়ের আয়োজনে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ কারা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাটিয়া রেজ্ঞ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, রিপোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন উপস্থিত ছিলেন।
সামাজিক বনায়নে উপকারভোগী ৪৮জনের মাঝে ৫০ লাখ ১৮ হাজার ৮শ ৬০ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় সভাপতি ইউএনও বলেন, সামাজিক উন্নয়নে সরকারের এ উদ্যোগে বনায়নে অংশিদারের তালিকা প্রণয়নে সচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই টাকা নিয়ে পরিবারের কাজে লাগিয়ে সংসারে সচ্ছতা ফিরিয়ে আনার আহব্বান রাখেন। পরে বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ মোতালেবকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও।